উপজেলা সমবায় অফিস, খানসামা, দিনাজপুর স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সমবায় অধিদপ্তরের আওতাধীন উপজেলা পর্যায়ে একটি সরকারী প্রতিষ্ঠান। সমবায় সমিতি একটি নিবন্ধনকৃত এবং গণতান্ত্রিক শৃঙ্খলায় পরিচালিত সংবিধিবদ্ধ (Body Corporate) অর্থনৈতিক সংগঠন যার সামাজিক সম্পৃক্ততা রয়েছে। অফিসটি উপজেলা পরিষদ, খানসামা, দিনাজপুর অভ্যন্তরে প্রাক্তন উপজেলা পরিষদ ভবনের নিচে দ্বিতল বিশিষ্ট ভবনের নীচতলায় অবস্থিত।
একনজরে খানসামা উপজেলার তথ্যঃ
নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা কেন্দ্রীয় সহঃ ১৪৫টি।
*কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ০১টি।
* বহুমুখী সমবায় সমিতি লিঃ ০৩টি।
* সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ০৯টি।
* মৎস্যজীবি/মৎস্যচাষী সমবায় সমিতি লিঃ ০৬টি।
* পানিব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ০১টি।
* ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ০৪টি।
* আশ্রয়ণ/আবাসন সমবায় সমিতি লিঃ ০৩টি।
* কৃষি সমবায় সমিতি লিঃ ০৩টি।
* সিআইজি (কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ) সমবায় সমিতি লিঃ৯১টি।
* সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ০৩টি।
* উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ ০৭টি।
২০২১-২০২২খ্রিঃ অর্থবছরের অডিটযোগ্য সমবায় সমিতির সংখ্যাঃ ১৪৫টি।
অ-কার্যকর সমবায় সমিতির সংখ্যাঃ ৫৩ টি।
আশ্রয়ণ/আবাসন প্রকল্পঃ ০২ টি।
২০১৯-২০২০অর্থবছরের অডিট ফি আদায়ঃ ১২৪৭০/-টাকা ও ১৫%ভ্যাট আদায়ঃ ১,৮৭০/-টাকা।
২০১৯-২০২০ অর্থবছরের সমবায় উন্নয়ন তহবিল(সিডিএফ) আদায়ঃ ১১৯০১/-টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস