খানসামা উপজেলায় ০৫/০৮/২০১৯ খ্রিঃ তারিখে উপজেলা পরিষদ কার্যালয়ে আনসার-ভিডিপি সদস্যদের সাথে ডেঙ্গু প্রতিরোধে ও ছেলেধরা গুজবের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নিবার্হী অফিসার জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বদাই সতর্ক রয়েছে মর্মে সবাইকে আশ্বস্ত করেন। তিনি ছেলেধরা সন্দেহে গণপিটুনিসহ কোনরুপ সহিংস ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে উপজেলার সকল আনসার সদস্যদের উপজেলার সব এলাকায় নিয়মিত খোজখবর রাখাসহ টহল জোরদার করার নির্দেশনা দেন।
এছাড়া জরুরী প্রয়োজনে স্থানীয় থানা বা ৯৯৯ নম্বরে কল দেয়ার জন্য সকলকে পরামর্শ দেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস